নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশ কিছুদিন ধরে চলন বিলাঞ্চলে প্রখর তাপদাহ সৃষ্টি হয়েছে। এতে মানুষের পাশাপাশি পশু পাখির জীবন হয়ে উছেঠে দুর্বিসহ। তাই পাখির জীবন বাঁচাতে গাছে গাছে হাড়ি বেঁধে বাসা তৈরি ও বৃক্ষ রোপনে উদ্যোগী হয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। শুক্রবার সিংড়ার চলনবিল গেট এলাকায় বৃক্ষ রোপন ও গাছে গাছে হাড়ি বেঁধে পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ে দেন শিশু সদস্যরা । এছাড়াও তারা আম, জাম, নিম, চন্দন, কাঠ বাদাম, মেহগণী সহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষ রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, পরিবেশ কর্মী ও সাংবাদিক শারফুল ইসলাম খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আমজাদ হোসেন, মানবাধিকার কর্মী তাইফুর রহমান, একতা উত্তরণ সংঘ ও গণগ্রন্থাগারের সভাপতি সাকিবুল হাসান, কমিটির শিশু সদস্য আমাতুন জান্নাত রিদা, সাইফুননেছা সাফা, কাওছার আহমেদ প্রমূখ। চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলন বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাখিদের বাঁচাতে উদ্যোগ নিয়েছে সংগঠনটি।