নিজস্ব প্রতিবেদক:
পারিবারিক কলোহের জেরে নাটোরের বড়াইগ্রামে স্ত্রী বিউটি বেগমকে (৪৫) ধারালো হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী। ঘটনার পর থেকে স্বামী আব্দুল বারেক সরকার পলাতক রয়েছে। গতরাতে উপজেলার গোপালপুর স্কুল পাড়া এলাকায় তার নিজ ঘরে এই হত্যাকান্ডটি ঘটে। স্বামী আব্দুল বারেক সরকার পেশায় ভ্যান রিক্সা চালক। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, আব্দুল বারেক সরকার ও বিউটি বেগম দম্পতির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গতরাতেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর তারা রাতের খাওয়া শেষে তাদের শয়ন ঘরে চলে যায়। মধ্য রাতেও তাদের ঝগড়া বিবাদের শব্দ শোনা যায়। এরপর তাদের ঘর থেকে আর কোন সাড়াশব্দ হয়নি। সকালে পরিবারের লোকজন দেখতে পায় ঘরের দরজা খোলা এবং ঘরের মেঝেতে রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে বিউটি বেগমের। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘটনাটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বামী আব্দুল বারেক সরকার তার স্ত্রী বিউটি বেগমকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর পালিয়ে যায়। স্বামী আব্দুল বারেক সরকারকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।