নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই আব্দুল মালেক এর ধারলো হাঁসুয়ার কোপে বড় ভাই আব্দুল খালেক (৫৫) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পুরুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে আব্দুল খালেক মারা যায়। নিহত খালেক পুরুলিয়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়িতে একটি টয়েলেট নির্মান করা নিয়ে আব্দুল খালেক ও আব্দুল মালেকের মধ্যে বিরোধ বাধে। গত মঙ্গলবার রাত ৮ টার দিকে এনিয়ে ঝগড়া বাধে। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল মালেক তার হাতে থাকা হাসুয়া দিয়ে বড় ভাই আব্দুল খালেককে আঘাত করে। পরে পরিবারের লোকজন আহত খালেককে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পরই অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।