নাটোর প্রতিনিধি: পুলিশি বাধার মধ্য দিয়ে নাটোরে ছাত্রদল ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মিছিল করেছে।
আজ শুক্রবার সকাল ৯ টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের হাফ রাস্তা এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলাইর্পুস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সাংগঠনিক সম্পাদক হাসান শরিফ চমক, বাবুল চৌধুরী, শহর বিএনপি নেতা ফায়সল আলম আবুলসহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি পুলিশি বাধা পেয়ে পুনরায় হাফরাস্তায় গিয়ে শেষ হয়।