নিজস্ব প্রতিবেদক
পুলিশি বাধায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোরে জেলা বিএনপি’র আয়োজিত মানববন্ধন পন্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের আলাইপুর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। বিএনপি’র ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সেখানে সমবেত হয়ে মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল আলম বাচ্চুসহ দলের ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বাধা পেয়ে দলের নেতা-কর্মীরা সেখান থেকে চলে যান।