নাটোর জেলা পুলিশের বিশেষ ব্যবস্থায় নাটোর থেকে দেশের বিভিন্ন স্থানে বোরো ধান কাটা শ্রমিক প্রেরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোরের গুরুদাপুর ও বড়াইগ্রাম থেকে প্রায় এক হাজার শ্রমিককে গাড়ীতে করে পাঠানো হয়। এ সময় তাদের স্বাস্থ্য বিধি মানার জন্য অনুরোধ করা হয় এবং শ্রমিকদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা,সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার,জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম,গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঝারুল ইসলাম সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, দেশের এই চলোমান করোনা ভাইরাসের কারনে ধান কাটা শ্রমিকরা তাদের কাজে যেতে পারছেন না। এতে করে তাদের সহ কৃষকদের অনেক বড় সমস্যায় পড়তে হচ্ছে। এই ধান কাটার কথা বিবেচনা করে শ্রমিকদের বিশেষ ব্যবস্থায় তাদের কাজে পাঠানো হচ্ছে। এই শ্রমিকরা যে এলাকায় তাদের ধান কাটার কাজের চাহিদা রয়েছে যেমন সুনামগঞ্জ,গাজিপুর,সিরাজগঞ্জ নাটোরের চলন বিল,হালতি বিল সহ বিভিন্ন স্থানে তাদের পাঠানো হচ্ছে। কোন ভাবেই ধান নষ্ট হওয়া সহ এই সকল শ্রমিকদের ক্ষতির মুখে না পরতে হয় সেদিকে খেয়াল রাখা হবে।