নিজস্ব প্রতিবেদক:
পোর্টেবল ইউএসবি-সি মনিটর উন্মোচন করেছে লেনোভো। ল্যাপটপের সঙ্গে বাড়তি মনিটর হিসবে সহজে ব্যবহার করা যাবে এটি।
আগের বছরগুলোতে বিভিন প্রতিষ্ঠানের বেশ কিছু পোর্টেবল মনিটর দেখা গেছে। কিন্তু মনিটরগুলো আকারে বড় এবং ভারী হওয়ায় এগুলো সহজে ব্যবহার উপযোগী নয়।
লেনোভোর থিংকভিশন এম১৪ মনিটরটিতে দেওয়া হয়েছে ১৯২০X১০৮০ রেজুলিউশানের ১৪ ইঞ্চি আইপিএস পর্দা। ল্যাপটপের সঙ্গে ইউএসবি-সি পোর্টের মাধ্যমে যুক্ত হবে ১.৩ পাউন্ড ওজনের মনিটরটি।
আসুসের জেনস্ক্রিনের মতো ব্যাটারি নেই লেনোভোর পোর্টেবল মনিটরটিতে। ফলে ল্যাপটপ থেকেই চার্জ নেবে বাড়তি মনিটরটি। ডিভাইসটি কী পরিমাণ শক্তি নেবে সে বিষয়ে অবশ্য কোনো তথ্য দেয়নি চীনা নির্মমতা প্রতিষ্ঠানটি।
মনিটরের উভয় পাশেই রাখা হয়েছে ইউএসবি-সি পোর্ট। ফলে গ্রাহক তার সুবিধা মতো এতে কেবল সংযোগ দিতে পারবেন।
ডিভাইসটির সব যন্ত্রাংশ বসানো হয়েছে নিচের অংশে। আর এটি ব্যবহারের জন্য রাখা হয়েছে একটি ফোল্ডএবল স্ট্যান্ড।
চলতি বছরের গ্রীষ্মেই মনিটরটি বাজারে আনবে লেনোভো। ডিভাইসটির দাম বলা হয়েছে ২৪৯ মার্কিন ডলার।