নিজস্ব প্রতিবেদক:
পৌরসভা নির্বাচন উপলক্ষে নাটোরে প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসনের আচরণবিধি ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী উমা চৌধুরী, স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী এমদাদুল হক আল মামুনসহ অন্যান্যরা। এ সময় পৌরসভার নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা তাদেও বক্তব্যে বলেন, সবাই নাটোরের ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখেছেন। নাটোর ও বাগাতিপাড়া পৌরসভার নির্বাচন জেলার সর্ব শেষ নির্বাচন। তাই ওই নির্বাচনে আচরণবিধি ও আইন-শৃংখলা বিষয়ে যথেষ্ট কঠোরতা গ্রহণ করা হবে। কেউ আচরণবিধি লংঘন করলে বা আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় প্রার্থীরা আচরণবিধি ও আইন মেনে চলার অঙ্গীকার করেন।