নাটোর প্রতিনিধিঃ প্রতিবন্ধী বিদ্যালয়সমুহের স্বীকৃতি ও এমপিও প্রদানসহ ১১ দফা দাবীতে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।
রবিবার নাটোর প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসুচি পালন করে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক আরিফুর রহমান অপু , সংগঠনের নাটোর জেলা শাখার আহবায়ক আকরাম হোসেন, শিক্ষক শারমিন ইসলামসহ শিক্ষক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে প্রতিবন্ধীতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা, বাংলাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এই গেজেটের আলোকে কিছু প্রতিবন্ধী বান্ধব মানুষ তাদের সামর্থ অনুযায়ী সারাদেশে প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় গড়ে তুলেছে। এসব প্রতিষ্ঠান সমুহ দায়িত্ব প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার অনুমোদন সপেক্ষে প্রতিবেদন আকারে যথাযথ কতৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে স্থাপিত প্রতিবন্ধী বিদ্যালয়সমুহের স্বীকৃতি ও এমপিও প্রদানসহ ১১ দফা দাবী পুরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।