নাটোর প্রতিনিধি : ঢাকায় মুজিব কোট পোড়ানো এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতা কর্মিরা।
আজ শুক্রবার বিকেলে শহরের বড়হরিশপুর এলাকা থেকে দলের নেতা কর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে হরিশপুর বাইপাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম,সৈনিক লীগের সাধারণ সম্পাদক জনি, সদর উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি সোহানুর রহমান। এসময় বক্তারা বলেন মুজিব কোটে আগুন দেওয়া মানে সারা বাঙ্গালীর শরীরে আগুন দেওয়া। প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি করা মানে সারা দেশবাসীকে কুটুক্তি করা। যারা এই ধরনের কাজ করেছে তাদের যেন কোন ভাবেই ছাড় দেওয়া না হয়। এই জাতীয় কাজের জন্য যারা দায়ী তাদেকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী সকলের।