ডেস্ক নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনার এক কোটি টাকা আজ তুলে দেওয়া হবে হকির ১২টি ক্লাবের কর্মকর্তাদের হাতে। সর্বশেষ প্রিমিয়ার লিগের র্যাংকিং অনুসারে প্রথম তিনটি দল ১২ লাখ টাকা করে, পরের দুটি দল আট লাখ টাকা করে এবং বাকি সাত ক্লাব ছয় লাখ টাকা করে পাবে। আসন্ন প্রিমিয়ার হকি লিগের চ্যাম্পিয়ন দল তিন লাখ, রানার্সআপ দুই লাখ এবং তৃতীয় হওয়া দল পাবে এক লাখ টাকা।
হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘অর্থ আমরা আগেই পেয়েছি। ক্লাবগুলোর কর্মকর্তাদের হাতে তা তুলে দেওয়া বাকি। আগামীকাল (আজ) আমরা ক্লাব কর্মকর্তাদের হাতে টাকা তুলে দেব।’
প্রিমিয়ার হকি লিগের দলবদল ১৯-২৩ সেপ্টেম্বর। এ মাসের শেষ দিকে শুরু হবে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। এরপর টার্ফে গড়াবে বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার হকি লিগ। ২০১৮ সালে শেষবার অনুষ্ঠিত হয়েছিল লিগ।