নিজস্ব প্রতিবেদক:
আগামী ৩১ মার্চ পঞ্চম প্রজন্মের ফাইভ-জির স্পেকট্রাম নিলাম করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
রেডিও ফ্রিকোয়েন্সি নিলাম ২০২২ এর জন্য বিটিআরসির দেওয়া নির্দেশনা মতে, নিলামের দিন থেকে পরিষেবা চালু করার জন্য টেলিকম অপারেটরদের ৬ মাস সময় দেওয়া হবে। অপারেটরদের নিলামে অংশ নেওয়ার জন্য ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ দশমিক ৩ গিগাহার্টজ (২৩০০-২৪০০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ৬ ব্লকে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম এবং ২ দশমিক ৬ গিগাহার্টজ (২৫০০-২৬৯০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ১২ ব্লকে ১২০ মেগাহার্টজ স্পেকট্রাম দেবে বিটিআরসি।
উভয় ব্যান্ডের জন্য প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য ৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে কমিশন।