নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের অব্যহতি চাওয়ায় নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুলের ঘনিষ্ঠজন তার সমর্থিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়মুর সুলতানকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়মুর সুলতান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লেখেন “ এস এম কামাল ওরফে ক্যাশ কামালকে উত্তরবঙ্গ থেকে দ্রুত অব্যহতি দেয়া হোক, নইলে উত্তরবঙ্গের আওয়ামী লীগ মাটির সঙ্গে মিশে যাবে।” দুঘন্টা পর লেখাটি মুছে দিয়ে তিনি পুনরায় লিখেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। হ্যাক করে কেউ আগের পোষ্ট দিয়েছে। এ জন্য দুঃখ প্রকাশ করেন। এদিকে বৃহস্পতিবার রাতেই নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান লিখিতভাবে জানান, বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আগেই তাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছিল। দীর্ঘ দিন থেকে ময়মুর সুলতান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন লেখালেখি করে আওয়ামী লীগের ক্ষতি করছেন এবং দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছেন। তাই জেলা আওয়ামী লীগের জরুরী সভায় তাকে দল থেকে প্রাথমিক সদস্যসহ বহিস্কার করা হয়েছে, একই সাথে স্থায়ী ভাবে বহিস্কারের জন্য সংগঠনের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সুপারিশ পাঠানো হয়েছে।
নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপাধ্যক্ষ শাহিদা বেগমের বিরুদ্ধে বিদেশ থেকে এসে বিদ্রোহী প্রার্থী হন স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুলের ঘনিষ্ঠজন ময়মুর সুলতান। দলীয় প্রার্থীর চাইতে বেশি ভোট পেয়ে তিনিই বিজয়ী বিএনপি নেতা শরিফুল ইসলাম লেলিনের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন। গত মাসের উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে তাকে কোন পদ দেয়া হয়নি।