নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বঙাগবন্ধুর এই বাংলাদেশে কোন পরিবার আর গৃহহীন থাকবেনা। এজন্য সারাদেশে নয় লাখ গৃহহীন পরিবারের তালিকা প্রণয়ন করে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীতে পর্যায়ক্রমে তাদের গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার।
প্রতিমন্ত্রী পলক আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সিংড়া উপজেলার মাঝগ্রাম এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মীয়মান বাড়ির নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন। মুজিব শতবর্ষে সারাদেশে এক হাজার ১৬০ কোটি টাকা ব্যয়ে ৬৫ হাজার ৭২৬টি গৃহ নির্মাণ কাজ এখন শেষের পথে। নাটোর জেলায় ৫০০ টি পরিবারকে ঘর করে দেওয়া হচ্ছে। এর মধ্যে সিংড়ায় ৫৮ টি পরিবার ঘর পাচ্ছে। আগামী ১৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এসব গৃহ হস্তান্তর করা হবে।
এসব বাড়ির নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম উপস্থিত ছিলেন। নির্মিতব্য বাড়ির সুফলভোগী গৃহপরিচারিকা ভূমিহীন ও গৃহহীন চায়না খাতুন নতুন বাড়ি পাওয়ার আনন্দে কেঁদে ফেলেন এবং বলেন, নামাজ পড়ে শেখ হাসিনার জন্যে দো’য়া করবো প্রাণখুলে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মাঝগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।