নাটোর প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে এই অঞ্চলের রাষ্ট্রায়াত্ত ব্যাংকসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আজ শনিবার দুপুরে শহরের নিচাবাজার সোনালী ব্যাংকের প্রধান শাখার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নাটোর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালন করেন তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, জনতা ব্যাংক নাটোর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক সাজেদুর রহমান, জনতা ব্যাংক একাডেমি শাখার ম্যানেজার নিপেন্দ্রনাথ সরকার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ম্যানেজার খায়রুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন ভূখন্ড, পতাকা আর স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। বাংলাদেশ, স্বাধীনতা আর বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার তীব্র নিন্দা জানিয়ে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এছাড়া বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কমর্কান্ড তুলে ধরে এ সরকারের বিরুদ্ধ যে কোন ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গিকার ব্যক্ত করেন তারা।