বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শনিবার নাটোরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকালে শহরের স্বাধীনতা চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা। বিকেল থেকে আয়োজন করা হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল আতশবাজি প্রদর্শন।
আলোকচিত্র প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনভিত্তিক প্রায় তিনশ’ স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধনের পর থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী প্রদর্শনী পরিদর্শন করছেন। তাঁরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞ জাতির সাথে নাটোরের মানুষ সারা বছর জুড়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনের জন্যে আগ্রহী হয়ে অপেক্ষা করছেন বলে তাঁরা জানান।
আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হয়ে স্বাধীনতা চত্বরের অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। নাটোর সদরের নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা শরীফুন্নেছা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী প্রমুখ।
বিকেলে স্বাধীনতা চত্বরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজন করা হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা এবং স্থানীয় শিল্পিদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যার পরে থাকছে চোখ ধাঁধানো বর্ণিল আতশবাজি প্রদর্শন।