নাটোর প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিভ্রান্তি মুলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মিরা।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আহমেদ সেলিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মলয় রায়সহ অন্যান্যরা। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,বিএনপি জামায়াতের মদদ পুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্টি কতৃক জনমনে বিভ্রিান্তিমুলক ও মিথ্যা ফতোয়া দিয়ে দেশে বিশৃংখলার চেষ্টা চালানো হচ্ছে। সকল অপচেষ্টাকারী ও মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতিহত করার জন্য তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানানো হয়। সেই সাথে মিথ্যা ফতোয়া দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্তি না করার আহবান জানান বক্তারা।