ডেস্ক নিউজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সময়ের থেকে অনেক অগ্রসর একজন নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানবাধিকার ও শোষণের বিরুদ্ধে চ্যাম্পিয়ন একজন নেতা। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজের চতুর্থ পর্বের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, বঙ্গবন্ধু মহান নেতা ছিলেন। বাংলাদেশের জনক হিসেবে সমৃদ্ধ দেশ গড়তে তিনি আজীবন কাজ করে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে অনুযায়ী কাজ করছেন।
গতকাল সকালে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘বঙ্গবন্ধু : দ্য সোল অব বাংলাদেশ’ বিষয়ক লেকচার সিরিজ অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বান কি মুন।
১৯৭২ সালে ভারতের দিল্লিতে দক্ষিণ কোরিয়া দূতাবাসে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন জানিয়ে বান কি মুন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য দিল্লি থেকে যে রিপোর্ট পাঠানো হয় তার খসড়া আমি লিখেছিলাম।’
বঙ্গবন্ধুর বিষয়ে তিনি বলেন, ‘আমার ফাউন্টেইন কলম দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দলিলে সই হয়। আমি এখনো কলমটি স্যুভেনিয়র হিসেবে রেখে দিয়েছি।’
বঙ্গবন্ধু যে ভিশন রেখে গেছেন তার কন্যা শেখ হাসিনা সেই পথ ধরে এগুচ্ছেন এবং বাংলাদেশ দ্রুত অগ্রসরমান দেশগুলোর একটি উল্লেখ করে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ একটি উদাহরণ স্থাপন করেছে। বাংলাদেশের জলবায়ু মোকাবিলার কথা আমি সব জায়গায় বলে থাকি।’