ডেস্ক নিউজ
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায়ের রেক গড়েছে। এদিন টোল আদায় হয়েছে ২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা। সেতুটি চালু হওয়ার পর যা সর্বোচ্চ।
বুধবার (১২ মে) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত এ রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সময় ৫২ হাজার যানবাহন পারাপার করেছে সেতু দিয়ে।
এবার বিপুল সংখ্যক গণপরিবহন ছাড়াও সেতুর ওপর দিয়ে যাওয়া ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি।
এদিকে ঈদকে কেন্দ্র করে গতকাল মহাসড়কে যে যানজটের সৃষ্টি হয়েছিল সেই সড়ক এখন প্রায় ফাঁকা। ফলে যানবাহন চলছে স্বাভাবিকভাবে।