নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের পরিত্যাক্ত করম আলী বহুমখী উচ্চ বিদ্যালয়ে অগ্নিকান্ডে পুড়ে ভস্মিভুত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নগর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় করম আলী বহুমখী উচ্চ বিদ্যালয়ে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনলেও বিদ্যালয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, খোলা মাঠের মধ্যে বিদ্যালয়টি টিন দিয়ে নির্মিত। হঠাৎ বিদ্যালয়ের ভিতর থেকে আগুনের ধোয়া দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে বিদ্যালয়টি পুড়ে যায়।
বনপাড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মইদুর রহমান জানান, তারা আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানাতে পারেনি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।