নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান খানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কভার্ড ভ্যান সহ চালক আফতাব আলীকে আটক করা হয়। নিহত সিদ্দিকুর রহমান খান বনপাড়া পৌর এলাকার মৃত রাজন খানের ছেলে ও বনপাড়া পৌরসভার তিন নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন। মহাসড়ক দখল করে নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর দলীয় কর্মসুচি পালন করাকেই দায়ী করছেন এলাকাবাসী।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে বনপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন সিদ্দিকুর রহমান খান। পথে বনপাড়া বাজারে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে পাবনা থেকে নাটোর গামী একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন তিনি। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ কভার্ড ভ্যান সহ চালককে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায়। মড়াসড়কের ওপর দলীয় কর্মসুচির বিষয়ে জানতে চাইলে পুলিশ কোন মন্তব্য করতে রাজী হয়নি।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা নব নির্বাচিত সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী মহাসড়কের ওপর মঞ্চ তৈরি করে তিনি দলীয় প্রোগ্রাম করছেন। এরফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এমনিতেই সড়কটি খুব গুরুত্বপূর্ণ ব্যাস্ততম সড়ক হওয়ায় সাধারণ মানুষ চলাচল করতে বাধাগ্রস্থ হয়। এরপর তিনি এভাবে মঞ্চ তৈরি করায় একদিক দিয়ে গাড়ী সহ মানুষজনের চলাচল করতে হচ্ছে। এরজন্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি সড়ক বিভাগ তদন্ত করে মহাসড়ক সহ যেকোন সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে কোন দলীয় কর্মসুচি যেন পালন করা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার দাবী।
বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন, এভাবে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে কোন সভা সমাবেশ করা সঠিক নয়। একজন এমপি কিভাবে এমন স্থানে অনুষ্ঠান করেন যেখানে এমপির অনুষ্ঠানের জন্য সাধারণ জনগন হয়রানীর শিকার হয়। আজ শুধুমাত্র রাস্তা বন্ধ থাকায় তারা একজন আওয়ামী লীগের নেতাকে হারালেন।