নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর-সেক্রেটারীসহ ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার বিকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা রাজাপুর গ্রামের হাশেম আলীর বাড়ী থেকে তাদের আটক করা হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রমিহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত জানাবেন।
আটককৃতদের মধ্যে নাম পরিচয় জানা গেছে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও শুরা সদস্য জামায়ত মনোনীত নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসাইন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হোসাইন, সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না উজ্জল, বায়তুলমাল সম্পাদক আতিকুর রহমান,সাবেক আমীর হাশেম আলী মীর, আব্বাস আলী মাষ্টার, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন। অন্য সাত জনের নাম তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয় নাই।