নাটোর প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রামের চিহ্নিত মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
আজ সোমবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সাধারন মানুষ এই মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আলম, ইউপি সদস্য আব্দুল হামিদ, সাবেক সদস্য আব্দুস সামাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুদ রানা মান্নান, প্রভাষক আহসান হাবিব। এ সময় বক্তারা বলেন, গত ১০ অক্টোবর গ্রামের মাদক সেবনকারীদের বাধা দিলে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করে জখম করে মাদক সেবীরা। বর্তমানে আহত মনিরুজ্জামান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মনিরুজ্জামানের চাচা আরিফ হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের এতা দিন পরেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। তাদের দাবী দ্রুত এই সকল মাদক সেবী ও মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হোক।