নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের “ভবানীপুর সমাজ কল্যাণ সংগঠন” এর উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীপুর মোল্লাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতিবছরের ন্যায় ১৩ জন উদ্যোক্তার নিজস্ব অর্থায়নে এই ঈদ সামগ্রী বিতরনের আয়োজন করে সংগঠনটি।
এসময় সংগঠনের সভাপতি গওসল আজম এর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্শ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মাস্টার, প্রবীণ ব্যক্তিত্ব সমাজসেবক আব্দুল মজিদ মোল্লা, আব্দুল ওয়াহেদ মোল্লা, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, এনামুল হক, ভাইজার রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।