নাটোর প্রতিনিধি:
বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকারের সময় কোন মানুষের জীবনের নিরাপত্তা নাই। যেখানে সেনা সদস্যদের জীবনের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। সেখানে সাধারন মানুষের অবস্থা আরও লাজুক। তাই মানুষের জান মাল রক্ষার্থে দ্রুত এই অবৈধ সরকারের পতনের দাবি করেন তিনি। সেই সাথে বন্যার্ত অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে এক সংক্ষিপ্ত পথ সভায় দুলু এসব কথা বলেন। পরে তিনি বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার এবং পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় সভা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানা বিএনপির আহবায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির আহবায়ক মশিউর রহমান বাবলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাসান পরশসহ নবগঠিত বড়াইগ্রাম-গুরুদাসপুরের থানা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির স্থানীয় নেত্রিবৃন্দ।