নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মিডিয়া-বান্ধব। মিডিয়ার উন্নয়ন এবং মিডিয়াতে কর্মরতদের কল্যাণে কাজ করছে সরকার। তাই সবাই মিলে একসাথে কাজ করলে নাটোর প্রেসক্লাব ভবন নির্মাণ করা সম্ভব হবে। এ ছাড়া প্রেসক্লাব কমপ্লেক্স নির্মানের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন তা যদি নাটোরের সকল নেতৃবৃন্দ একসাথে গিয়ে তাঁকে স্মরণ করিয়ে দেই তাহলে নিশ্চয়ই তিনি এর জন্য একটি বরাদ্দ দিবেন।’ তিনি আজ রবিবার নাটোর সার্কিট হাউসে নাটোর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী নাটোর প্রেসক্লাবের নতুন কার্যালয় নির্মাণ কাজে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ। প্রতিমন্ত্রী আজ রবিবার নাটোর সার্কিট হাউজে নাটোর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মত বিনিময় সভায় নাটোর প্রেসক্লাবের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় সাংবাদিকরা তাদের বক্তব্যে সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত নাটোর প্রেসক্লাব ভবন প্রতিষ্ঠিত হয়। শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নাটোর প্রেসক্লাব ভবনটি সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তিতে হওয়ায় গত ১৪ মে ছুটির দিনে দেওয়া নোটিশে মাত্র একদিনের সময় দিয়ে ভবনটি উচ্ছেদ করা হয়। এতে সাংবাদিকদের বসার একমাত্র স্থান প্রেসক্লাব যেমন ভাঙ্গা হয়েছে তেমনি প্রেসক্লাবের আসবাবপত্রও বিনষ্ট হয়েছে। এতে সাংবাদিকদের সংবাদ প্রেরণের কাজ বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থায় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রেসক্লাব ভবনের জন্য একটি স্থান দিয়েছেন যেখানে নিজেদের খরচে ভবন নির্মাণ করে নিতে হবে। এ অবস্থায় সবার সহযোগিতা ছাড়া ভবন নির্মাণ সম্ভব নয়। এছাড়াও প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রেসক্লাব ভবনটি নির্মানে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য নাটোর পৌরসভা তাদের সম্পত্তি বলে এক চুক্তিপত্রের মাধ্যমে নাটোর প্রেসক্লাবকে ভবনটির স্থান বরাদ্দ দিয়েছিলেন।