নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানবন্ধন ও সমাবেশ করেছে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সংগঠন। সোমবার বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে সংগঠনের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে মিলিত হয় আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও নাটোর কেন্দ্রীয় মহা শশ্মান কমিটি।
মানববন্ধনে বক্তরা বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ও সকল ধর্মের মানুষের সম্প্রীতি বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে এক শ্রেনীর গোষ্টী। কিন্তু কোন ভাবেই তাদের অসৎ উদ্দেশ্য সফল করতে দেওয়া হবেনা। এদেশের মানুষ একে অপরের জন্য সব সময় পাশে থাকে। কোন ভাবেই দেশের মানুষের সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবেনা। বাংলাদেশ সম্প্রীতির দেশ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্প্রতি বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সদস্য সচিব গোলক বিহারী পাল রিংকু, যুগ্ম আহবায়ক প্রভাতি রাণী বসাক, আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নরেশ চন্দ্র উরাও ।