নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার মতবিনিময় সভা ও ত্রি-বার্ষিক কমিটি শুক্রবার গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের গোল্ডেন সিটি রেস্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম লিপন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ মতিউর রহমান, নাটোর জেলা সভাপতি ডাঃ মীর মোশারফ হোসেন, সাধারন সম্পাদক ডাঃ হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ডাঃ হারুন অর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ৮০জন সদস্যের মতামতের ভিত্তিত্বে নতুন কমিটিতে ডাঃ মীর মোশারফ হোসেনকে পুনরায় সভাপতি ও ডাঃ হাবিবুর রহমানকে সাধারন সম্পাদক মনোনিত করে ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।