ডেস্ক নিউজ
ভারতের ঝাড়খন্ড রাজ্য সরকার করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া নিয়ে দিশাহারা অবস্থায় পড়েছে। এ কারণে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বাংলাদেশ থেকে ৫০ হাজার পিস রেমডেসিভির ওষুধ কিনতে চাইছেন। বিষয়টি জানিয়ে তিনি কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়াকে চিঠি দিয়েছেন। গত রবিবার টুইটারে তিনি এ তথ্য জানিয়েছেন।
এতে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন উল্লেখ করেছেন, ঝাড়খন্ডে এখন রেমডেসিভিরের দারুণ সংকট। করোনা রোগীদের বাঁচাতে রেমডেসিভির প্রয়োজন। ভারতের কোনো কোম্পানির কাছে এ ওষুধ পাওয়া যাচ্ছে না। এ জন্য বাংলাদেশের বেক্সিমকো কোম্পানির কাছ থেকে ১০ লাখ ডলার মূল্যের রেমডেসিভির কিনতে চান তিনি। বিষয়টি জানিয়ে তিনি কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়াকে চিঠি দিয়েছেন।