নাটোর প্রতিনিধি: বাংলাদেশ সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে নাটোরে জেলা বিএনপি’র পতাকা উত্তেলন ও মানববন্ধন কর্মসুচি পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে।
আজ সোমবার সকাল ১০ টার দিকে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে দাঁড়ানোর পর বক্তব্য দিতে শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সাথে দলীয় নেতা-কর্মীদের ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশি বাধায় মানববন্ধন না করেই দলের নেতা-কর্মীরা স্থান ত্যাগ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ দলের নেতা-কর্মীরা।