নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় নারিকেল গাছ ঝড়ার সময় পল্লী বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ছলিম উদ্দিন ননামে এক গাছীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বাগাতিপাড়া উপজেলার চিতলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছলিম উদ্দিন উপজেলার মালিগাছা নিমতলা গ্ৰামের আলীম উদ্দীনের ছেলে।
বাগাতিপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পাকা ইউনিয়নের চিতলিয়া গ্রামের আয়নাল উদ্দিনের বাড়ীর নারিকেল গাছ ঝোড়া (পরিস্কার) করার কাজ করছিল। এ সময় নারিকেল গাছের ডাল পল্লী বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে লাগলে গাছি ছলিম উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ছলিম উদ্দিন নারিকেল গাছের মাথায় ঝুলন্ত অবস্হায় মৃত্যু বরন করেন। ঘটনাটি স্থানীয়রা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নারিকেল গাছ থেকে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিয়ে যায় বাড়ীতে। এ বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যু দায়েরের প্রস্তুতি চলছে।