নাটোরে বাগাতিপাড়া থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছ পুলিশ। আজ শুক্রবার সকালে বাগাতিপাড়া পৌরসভার ইউএনও পার্কের পাশে বড়াল ব্রীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান ও স্থানীয়রা জানান, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার সিমান্ত এলাকায় বড়াল রেলওয়ে ব্রীজের নিচে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ঘটনাস্থল রেলওয়ে সিমানা হওয়ায় তারা ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে তারা আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতের কোন একটা ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং বিষয়টি কোন রহস্য রয়েছে কিনা তা তদন্ত করবে পুলিশ।