নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মালঞ্চি গ্রামে বড়াল নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও স্থানীয়রা জানায়, সকালে নদীর পাড়ে জমিতে কৃষকরা কাজ করার সময় এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে তারা। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বৃদ্ধার মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। পরিচয় সনাক্তে আশেপাশের থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।