নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালা কমিটির সভাপতি এটিএম আব্দুস সাত্তার এর সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মজনু মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম মন্ডল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ডুমরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন, সাধারন সম্পাদক ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত, দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কহিনুর খাতুন প্রমূখ।