নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় একটি রিভলবার সহ জসিম উদ্দিন (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৫,রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের অপারেশন দল। মঙ্গলবার বিকেলে উপজেলার গালিমপুর মোড় থেকে তাকে রিভলবার সহ আটক করা হয়। আটককৃত জসিম উদ্দিন উপজেলার গালিমপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি রাজিবুল আহসান জানান, মঙ্গলবার বিকেলে র্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি রাজিবুল আহসান নেতৃত্বে একটি অপারেশন দল উপজেলার গালিমপুর মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় জসিম উদ্দিনের কাছ থেকে একটি রিভলবার ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব। র্যাব আরও জানায় জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রটি সে বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। আটককৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন ও সংরক্ষনের দায়ে মামলা দায়ের করে বাগাতিপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।