নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় গাছ থেকে জামরুল পাড়তে গিয়ে বাবার সামনে গাছ থেকে পড়ে ছেলে আশিকুর রহমান আশিকের (১০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকাল পৌনে ৬ টার দিকে উপজেলার কৃষ্টপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান আশিক। কৃষ্টপুর গ্রামের অটো রিক্সা চালক রাকিবুল ইসলামের ছেলে এবং গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। পুলিশ ও এলাকাবাসী জানান, আশিকের বাবা রাকিবুল ইসলামসহ পরিবারের সদস্যদের সাথে জামরুল পাড়তে বাড়ির পাশের একটি গাছে উঠে আশিক। গাছে উঠে আশিক একাই জামরুল পেরে নিচে সকলকে ছিচ্ছিল আর অন্যরা গাছের নিচে দাঁড়িয়ে তা কুড়িয়ে একত্রিত করছিল। জামরুল পাড়ার এক পর্যায়ে আশিক তার বাবার চোখের সামনেই গাছের ডাল থেকে হঠাৎ নিচে পড়ে যায়। এ সময় গাছের নিচের পাকা করা মেঝের ওপর পড়ে মাথা থেঁতলে যায় আশিকের।দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উপ পরিদর্শক রাকিবুল ইসলামকে খোঁজ নিতে পাঠানো হয়। পরে তিনি জানতে পারেন শিশুটি মারা গেছে। তবে এঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি।