নিজস্ব প্রতিবেদক:
“হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে ঘুড়ি উৎসব ও ২ দিন ব্যাপি যাত্রা পালার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বাগাতিপাড়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মাহবুবুর হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাচ্চু , সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না বীর মুক্তিযোদ্ধা শ্যামলকুমার রায়সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ঘুড়ি উৎসবে ঘুড়ি প্রেমীরা বাহারি রং-বেরঙের ঘুড়ি নিয়ে হাজির হন। প্রতিযোগিতায় আসা উপস্থিত সবাই ঘুড়ি প্রতিযেগিতায় এসে আনন্দ প্রকাশ করেন। তারা বলেন এ ধরণের প্রতিযোগিতা আগে কখনও হয়নি। তারা চান প্রতি বছর যেন এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে শতাধিক বাহারি রকমের ঘুড়ি নিয়ে অংশ গ্রহণকারীদের মধ্য থেকে ২ ক্যাটাগরিতে ৬ জনকে পুরষ্কৃত করা হয়।