নিজস্ব প্রতিবেদক:
“সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভ’মি কমিশন গঠন কর” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনাঅন্তে সত্যেন্দ্রনাথ বাগদীকে সভাপতি, চঞ্চল কুমার উরাওকে সাধারণ সম্পাদক এবং মলিন সিংকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদের বাগাতিপাড়া উপজেলা কমিটির অনুমোদন দেয় জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আহ্বায়ক প্রদীপ লাকড়া, যুগ্ম- আহ্বায়ক ও সাংবাদিক কালিদাস রায়, বাংলাদেশ ওয়াকার্স পার্টির বাগাতিপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদীসহ অন্যান্য নের্তৃবৃন্দ।