মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনি, এবতেদায়ী, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) পরীক্ষায় ৩২১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। যা গতবারের তুলনায় কমেছে ২৭২ জন। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে বালক ১৩০ আর বালিকা ১৯১ জন। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১৭৭, পাশ করেছে ২১৫৮ জন এবং ফেল করেছে মাত্র ১৯ জন শিক্ষার্থী।
অন্য দিকে এবতেদায়ীতে মোট পরীক্ষার্থী ছিল ১২৪ জন। এদের মধ্যে সবাই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। অপরদিকে, জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১৯৬ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২০৯ জন। এর মধ্যে পাশ করেছে ২১০১ জন। ফেল করেছে ১০৮ জন। এছাড়াও জেডিসিতে ১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৫ জন, তবে কেউই জিপিএ ৫ পায়নি।