নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মটর সাইকেল চালক সাগর আলী(১৬) নিহত হয়েছে। সাগর আলী উপজেলার জামনগর ইউনিয়নের মাছ পাড়া গ্রামের আম্মদ আলীর ছেলে। সোমবার সকালে আড়ানি পুঠিয়া সড়কের পকেটখালী পুলিশ ফাঁড়ির অদুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানা সুত্রে জানা যায়, সোমবার সকালে নিজ বাড়ি থেকে পুঠিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় সাগর আলীও প্রতিবেশি সৈকত আলী। তারা জামনগর পকেটখালী পুলিশ ফাঁড়ি পার হতেই পুঠিয়া থেকে ছেড়ে আসা বিপরিত মূখী ট্রাক মটর সাইকেলকে ধাক্কা দিলে সাগর ঘটনা স্থলেই মারা যান। মটর সাইকেলে থাকা আরেক আরোহী সৈকত কিছুটা আহদ হলেও প্রানে রক্ষা পান।