নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় নারীসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক তিনটি মাদকের মামলা দায়ের করা হয়েছে।
থানা সুত্রে জানা য়ায়, শুক্রবার সন্ধ্যা থেকে মাদকের বিশেষ অভিযান পরিচালনা করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার দিকে উপজেলার তমালতলার চক হরিরামপুর গ্রামে আবু সাঈদ খন্দকার ওরফে সৈয়দ এর বাড়িতে অভিযান চালায়পুলিশ। ওই সময় দেহ তল্লাশি করে তিন গ্রাম হেরোইন সহ আবু সাঈদ খন্দকার ওরফে সৈয়দ (৪২) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪০) কে আটক করেপুলিশ। অপরদিকে তমালতলা এলাকায় পৃথক আরও দুটি অভিযানে ৫ পিস ইয়াবাসহ চকহরিরামপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মজিবর রহমান(৩৮) এবং একই গ্রামের সিরাজ আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০) কে ৬পিস ইয়াবা সহ আটক করে পুলিশ।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার চৌধরী বলেন আটককৃত আবু সাঈদ ও তার স্ত্রী মনোয়ারার বিরুদ্ধে একটি মামলা এবং মজিবর রহমান ও জহুরুল ইসলাম এর বিরুদ্ধে আরও পৃথক দুটি মাদকের মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে আটককৃতদের নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।