নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় ব্র্যাক পল্লী সমাজের নেতাদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষন দিন ব্যাপি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্র্যাক বাগাতিপাড়া শাখায় সকাল থেকে বিকেল পর্যন্ত এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন পরিচালনায় ছিলেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যাবস্থাপক সেলিম মিয়া, প্রশিক্ষন সহযোগীতায় ছিলেন মাঠ সংগঠক বিলকিস খাতুন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলার ব্র্যাক প্রতিনিধি মোমেনা খাতুন, বাগাতিপাড়া এলাকা ব্যাবস্থাপক (দাবি) হাসানুজ্জামান, এলাকা ব্যাবস্থাপক (প্রগতি) শাহানা পারভিন। পল্লী সমাজের নারী নেতৃদের করনিয় শির্ষক প্রশিক্ষনে বাগাতিপাড়ায় ব্র্যাক পল্লী সমাজের ১৬ জন নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। নারী পল্লী সমাজের নেত্রীদের সক্রিয় বন্ধনে আবদ্ধ করতে তাদের নিয়ে সূত দিয়ে তৈরি বন্ধনের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন দেয়া হয়।