নাটোরের বাগাতিপাড়ায় ভূমিহীন সমিতির সম্মেলনে নাটক ‘দূর্র্ণীতির জাল’ মঞ্চস্থ হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার যোগিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক ব্যাধি দূর্ণীতির কাহিনী নির্ভর এ নাটকটি মঞ্চস্থ হয়। সমিতির নিজস্ব শিল্পীবৃন্দ এতে অভিনয় করেন। নাটকের কাহিনী-সংলাপ এবং শিল্পীদের অভিনয় উপস্থিত দর্শকদের মনকাড়ে।
এদিকে এর আগে সম্মেলনে ‘নিজেরা করি’ সংস্থার অঞ্চল সমন্বয়ক তপন কুমার বাগাতিপাড়া সদর ইউনিয়ন ভূমিহীন সমিতির ১৩ সদস্যের কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন এবং শপথ বাক্য পাঠ করান। কমিটিতে আলতাফ হোসেন সভাপতি এবং আরশেদ আলী সাধারন সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও একই অনুষ্ঠানে শিশু শিক্ষার্থী রুনি খাতুন বাল্য বিয়ের বিরুদ্ধে উপস্থিত নারী-পুরুষদের শপথ বাক্য পাঠ করায়। সম্মেলন উপলক্ষে আলতাফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন নিজেরা করি’র রাজশাহী বিভাগীয় সংগঠক গৌতম কুমার দে সরকার, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম, সংগঠনের পক্ষে মীরা বেগম, আদরী রানী, শিশু রুনি খাতুন প্রমুখ।