নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদক সহ হায়দার আলী কসাই (৪৭)কে আটক করেছে থানা পুলিশ। হায়দার আলী উপজেলার জামনগর কুটিপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। সোমবার রাতে তাকে আটক করা হয়। থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আব্দুল আওয়াল সহ সঙ্গীও ফোর্স জামনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে হায়দার আলীকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো দশ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে নাটোর জেলা কারাগারে প্রেরন করা হয়।