নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধে দেশব্যাপী সরকারের নির্দেশিত চলমান কঠোর বিধি-নিষেধের পঞ্চম দিনে মাস্ক ব্যবহার না করায় ৯ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাঁচটি বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। ভূমি অফিস সূত্রে জানা যায়, করোনা সংক্রমনরোধে দেশে চলমান বিধি নিষেধ কার্যকর করতে উপজেলার তমালতলা, বাজিতপুর, বাঁশবাড়িয়া, জামনগর, এবং কালিকাপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনকে মামলা দিয়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।