নাটোরের বাগাতিপাড়ায় শত্রুতামূলক দশকাঠা জমিতে মাঁচায় চাষকৃত পটলগাছ কেটেছে দূর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রহিমানপুর গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আব্দুল মতিনের মোল্লা পাড়া মাঠে দশ কাঠা জমিতে মাঁচায় চাষকৃত এই সবজি পটলগাছ কাটার ঘটনা ঘটে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পটল চাষি।
আব্দুল মতিন জানান, অন্য ফসলের চেয়ে বেশি ফলন ও লাভের আশায় দশকাঠা জমিতে মাঁচায় পটলচাষ করেন। সমস্ত মাঁচায় ফুলে-ফলে ভরে উঠেছিল। এমন অবস্থায় কে বা কারা শত্রুতামূলক আমার সব পটলগাছের গোড়া কেটে ফেলেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে আমার।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে দুপুরে থানায় একটি অভিযোগ হয়েছে।