নাটোরের বাগাতিপাড়ায় ১১টি দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসনি,গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, চলতি বছরের ২১ জানুয়ারি রাতে বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে নৈশ প্রহরীদের বেঁধে ১১টি দোকানের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে যায় ডাকাত দল। ঘটনাটি পরদিন সকালে জানাজানি হলে এ ঘটনায় দোকান মালিকদের পক্ষ থেকে অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে। সেই অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে রাজশাহী ,বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যাবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া থানার ছোট বেড়াগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান, নওগাঁর ভবানীপুর গ্রামের মৃত গনি মণ্ডলের ছেলে শাজাহান মন্ডল, একই গ্রামের গ্রামের মৃত তমিজ মোল্লার ছেলে মোহাম্মদ নাসের, রাজশাহীর বাঘার গুলজার হোসেনের ছেলে সেলিম এবং বাগমারা থানার ফূলপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাহিন আলম। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।