সবচেয়ে কম সময়ে আজ রায় হচ্ছে বাগেরহাটের পিতৃহীন ৭ বছর শিশু ধর্ষণ মামলার। মাত্র ৬ কার্যদিবসে এ মামলার বিচার কাজ শেষ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
ফৌজদারি মামলার দ্রুত রায়ের ক্ষেত্রে এটি দৃষ্টান্ত তৈরি করবে বলে মনে করছেন আইনজীবীরা।
তেসরা অক্টোবর ধর্ষণের অভিযোগে মামলার আসামি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ অক্টোবর আদালতে দেয়া হয় অভিযোগপত্র। স্পর্শকাতর হওয়ায় মামলাটি পাঠানো হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ।
১১ অক্টোবর চার্জ গঠন করে আদালত। ১৩ অক্টোবর বাদীপক্ষের ১৬ জনের সাক্ষ্য নেয়া হয়। ১৪ অক্টোবর চলে চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারী পুলিশ সদস্য ও তদন্ত কর্মকর্তার স্বাক্ষ্য গ্রহণ। ১৫ অক্টোবর নেয়া হয় আসামির আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য।
রোববার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিচারক নূরে আলম চাঞ্চল্যকর এই মামলার উভয়পক্ষের যুক্তিতর্ক শোনেন।