নিউজ ডেস্ক:
শান্তিমাখা একটি ছবি। ঘুমিয়ে থাকা একটি শিশুকে জড়িয়ে রেখেছে দুটি গ্লাভস। যেন বাবা তার সন্তানকে হাতে আগলে রেখেছেন। শিশুটির মুখজুড়ে প্রশান্তির হাসি। এমনই একটি ছবি তুলেছেন বিখ্যাত চিত্রগ্রাহক কিম স্টোন। তার এই ছবিই গতকাল ঝড় তুলেছে পুরো সোশ্যাল মিডিয়ায়।
এই ছবিটিই বাবা দিবসে কাঁদিয়েছে পুরো বিশ্বকে। কিন্তু কী এমন ছিল সেই ছবিতে? জানা যায়, শিশুটিকে আগলে রাখা গ্লাভসগুলো শিশুটির বাবার। যিনি ভাগ্যের নির্মম পরিহাসে ওপারে চলে গেছেন সন্তানের মুখ দেখার আগেই।
ফ্লোরিডায় বসবাসকারী যুবক হেক্টর ড্যানিয়েল ফেরার অ্যালভারেজ। ছোটবেলা থেকেই তার বাইকে চড়ার শখ। মোটর সাইকেলে ঘুরতে গিয়েই খুঁজে পেয়েছেন জীবনসঙ্গিনী ক্যাথরিন উইলিয়ামসকে। বিয়ের পর দুজনে মোটর সাইকেলেই ঘুরে বেড়িয়েছেন বহুবার।
এরপর সন্তান সম্ভাবা হলেন ক্যাথরিন। নিজে বাইক পছন্দ করলেও স্ত্রী ও অনাগত সন্তানের নিরাপত্তায় বেশ সচেতন ছিলেন হেক্টর। তাই সিদ্ধান্ত নিলেন যতদিন না সন্তান বড় হচ্ছে ততদিন মা আর কন্যা সন্তানকে নিয়ে আর মোটরবাইক চালাবেন না তিনি।
কিন্তু শেষ অব্দি আর মেয়েকে নিয়ে বাইকে চড়া হলো না বাবার। নিজের সন্তানকে চোখের দেখাও দেখা হলো না। সন্তান জন্মের মাত্র কয়েকদিন আগেই এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
হেক্টরের বন্ধু কিম স্টোন, শিশুদের ছবি তোলার জন্য যিনি পুরো বিশ্বে খ্যাত। তিনি গিয়েছিলেন হেক্টরের বাড়িতে। ঘুমিয়ে থাকা ছোট্ট মেয়ের ছবি তুললেন। ক্যাথরিন তার স্বামীর স্মৃতি জড়ানো দুটো গ্লাভসের একটি রেখে দিলেন ঘুমন্ত শিশুর মাথার নিচে, আর একটি ছোট্টো শরীরের ওপর। আর তারপরই ঘটল অদ্ভুত ঘটনা। না দেখা বাবার স্মৃতি জড়ানো স্পর্শে ঘুমের মধ্যেই হেসে উঠলো শিশুটি।
কিমও দেরি করলেন না। চটজলদি ক্যামেরার সাটার টিপে কিছু ছবি তুলে ফেললেন। ছবিটি সম্পর্কে তিনি ব্লগে লেখেন, ‘লোকের মুখে শুনেছি ঈশ্বরের দূতের সঙ্গে দেখা হলে নাকি বাচ্চারা ঘুমের মধ্যে হাসে। এতদিন বিশ্বাস করিনি, এবার মনে হচ্ছে, এই কথাটি সত্য।’
সূত্র- ডেইলি মেইল।