নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির শক্তি হচ্ছে সাধারণ মানুষ। আমরা বারবার লক্ষ করেছি যে, বিএনপিকে যতই ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়, বিএনপি আবার সেই ফিনিক্স পাখির মতোই জেগে ওঠে।অত্যাচার-নির্যাতন করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে সরকার। কিন্তু বিএনপির শক্তি সাধারণ জনগণ। তাই যতই চেষ্টা করাহোক, এ দলকে ধ্বংস করা যাবে না। জনগণের কাছে গ্রহণ যোগ্যতার কারণেই বিএনপি টিকে থাকবে।বৃহস্পতিবার সকালে শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা কর্মিদের সাথে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূর্ণ মিলনী ও মত বিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক,সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম,প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন ,সদর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন, সাবেক মেয়র আব্বাস আলী নান্নু , সাবেক পৌর প্রশাসক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুুর রহমান,জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মি।